Sunday 1 February 2015

i সোসাইটি (অনলাইন মাসিক) :: দ্বিতীয় সংস্করণ

i সোসাইটি (অনলাইন মাসিক) :: দ্বিতীয় সংস্করণ

আমার ল্যাপটপটি দুষ্টুমি করে অন হচ্ছিল না । বেশ চিন্তিত ছিলাম  i সোসাইটি (অনলাইন মাসিক) :: দ্বিতীয় সংস্করণ যথা সময়ে প্রকাশ করতে পারবো কিনা ! সংশয়ে ছিলাম । কয়েকজনের কাছে দুঃখ প্রকাশ-ও করলাম । কিন্তু লিটল ম্যাগাজিন মেলা থেকে ফিরে ল্যাপটপটি খোলার চেষ্টা করতেই সে স্বাভাবিক হয়ে গেল ! অবাক হলাম । যথারীতি প্রকাশিত হল i সোসাইটি (অনলাইন মাসিক) :: দ্বিতীয় সংস্করণ ।
কবিতা পড়ুন । মতামত জানান । অপেক্ষায় থাকলাম ।
সৌমিত্র রায়
১/২/২০১৫

সুতো

সুবীর সরকার

মৃত্যু ব্যথিত করে
হিজলগাছের ছায়ায় ঘুম
             ভাঙে
সুতো জড়িয়ে যায়
মাছের কাটার দিকে পায়ে

             পায়ে

একটা মিথ্যে কবিতা

দেবাশিস মুখোপাধ্যায়

ফুলের ক্ষেত পিছনে ফেলে
হারিয়ে যায় কংক্রিট রাস্তায় কবিতা
বহুতলের খোপগুলিতে
মাঝেমধ্যে কৃত্রিম কথার চালাচালি
নরম স্তনগুলিকে কঠিন করেছে
ক্রমশ আপশোস লালন করে
আবার কাটাকুটি ভুলে ঢুকে পড়ি

সূত্র


রাজেশ চন্দ্র দেবনাথ

গভীর অনুভূতি লেগে আছে

এইতো মাথার উপর বাল্মিকির সুত্র
মেদ জমে একাকার
পাখির ডানা ।

ঠোঁটের নীল দ্বীপে
কুচি কুচি ভালোবাসার কক্ষপথ ।

এসো

সৌতিক হাতী  

প্রকল্পিত নইরাশ্য রাখো কাসাই চরে/
বোরখা ঢাকা কলাগাছ উত্তল হও। খোলস ত্যাগের প্রাকমুহুরতে হিসেব কসতে নেই/
বরং হ্যালোজেন প্রেমে মোছ আরব অন্ধকার। নিকশ আন্ধারে ঠিক কটা সিঁড়ি উঠেছিলে?/
কটা মুখ জেগেছিল ক্লিভেজ সীমান্তে? হয়ত আন্ধার নয় ফ্লুরোসেন্ট রাতে রংগিন গেলাসে..
চুপকথা থাক। গোধুলির রং মাখো কাসাই তীরে/
রুপকথা লিখি চলো মাদল শব্দে।

Thursday 1 January 2015

মিলিত হয়েছি বর্ষবরণ সাহিত্যবাসরে

প্রিয় পাঠক !
শুরু হল নতুন বছর ! ২০১৫ ! পাশাপাশি জাঁকিয়ে বসেছে কবিদের প্রিয় ঋতু শীত । শীত ঋতুর সূচনালগ্ন থেকেই বাংলার অঙ্গনজুড়ে শিল্প সংস্কৃতি সাহিত্য জগতের মানুষজন মেতেছেন উৎসব অনুষ্ঠানে । আমরাও i-সোসাইটির শীতকালীন সাহিত্য বাসর তথা ২০১৪ কে বিদায় জানিয়ে ২০১৫ কে স্বাগত জানাতে সূচনা করছি বিশেষ ওয়েবসাইটের ।

সেটি হল, i-সোসাইটির অনলাইন মাসিক সংস্করণ http://i-society.blogspot.in/ -এর সূচনা । যা www.isociety.co.in ওয়েবসাইটেও যথারীতি উপলব্ধ । i-সোসাইটির অনলাইন মাসিক সংস্করণ প্রকাশিত হল বিভিন্ন ধরনের চিরাচরিত মিশ্র ধারার কবিতা নিয়ে । ভবিষ্যতে বিচিত্র বিষয় নিয়ে , আরও সুসজ্জিত রূপে প্রকাশিত হবে সন্দেহ নেই । এই সংস্করণ কেমন লাগলো , পাশাপাশি বিভিন্ন ধরনের মতামত আমাদের জানাবেন আশা করি । আমদের মেল করুন বা চিঠি লিখুন বা মেসেজ করুন – অবশ্যই ডাকযোগের ঠিকানা জানাবেন । তাহলে বিভিন্ন সময় আমরা কিছু উপহার সামগ্রী আপনাদের ঠিকানায় পাঠাতে পারি ।
i-সোসাইটি অনলাইন মাসিক সংস্করণের সূচনা ।
i-সোসাইটি অনলাইন মাসিক সংস্করণের সূচনা ।
31.12.2014.b
i-সোসাইটি অনলাইন মাসিক সংস্করণের সূচনা ।
i-সোসাইটির  এই অনলাইন মাসিক সংস্করণ-এ কুইজও থাকছে । সঠিক উত্তর দাতাদের মধ্যে লটারির মাধ্যমে আমরা তিন জন পুরষ্কার বিজয়ীর নাম ঘোষণা করবো । আমাদের কাছে আপনাদের উত্তর পত্র প্রাপ্তির শেষ তারিখ ২৬ জানুয়ারি ২০১৫ । আপনাদের অংশগ্রহণের প্রত্যাশায় রইলাম ।











এই মুহূর্তে আমরা আনন্দ উৎসবে মশগুল । এখন আপনারা ইংরেজি ২০১৫ -এর শুভাগমন লগ্নে আমাদের প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন । নতুন বছর ২০১৫ সবার জন্য সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করছি । 
শুভেচ্ছাসহ -
সৌমিত্র রায় 
১ জানুয়ারি ২০১৫
রাত ০০.০০

ফুলমণি

সন্তু মুখোপাধ্যায়

খড়গপুর থেকে আমি 
দুরন্ত শহর ক্যালিফোর্ণিয়ায়...
বড় বড় অট্টালিকাতে
আমার নিত্য যাতায়াত।
যখন আমি সবেমাত্র বারো
পাড়ার এক কাকু-
আমার গাল টিপে বলেছিলেন
তোর হবে......
তখন রাগে আমার সারা
শরীর উঠেছিল কেঁপে,
ছুড়ে ফেলেছিলাম -
আমার খুব প্রিয় হেয়ারব্যান্ড...
বাবা স্বর্গগত হওয়ার পর
মায়ের রান্না করা টাকায়-
কোনো মতে সংসার চলত,
পড়াশোনা নবম শ্রেণী.....
আমার পনেরো বছরে এক সুঠাম
যুবকের সঙ্গে আমার পরিচয়,
ভালবাসার নামে আমার পেট,বুক
তার অত্যন্ত চেনা,
এক বোশেখ দিনে আমাকে
নিয়ে তুলে তার সজ্জিত বিছানায়...
দারিদ্রের সাথে লড়তে লড়তে
ভুলে গিয়েছিলাম সম্ভ্রম,হয়ত বুঝতামও না!
একগাছা চুড়ি পেয়ে আমার
সে কি আনন্দ........
পুরুষঅঙ্গ এঁকে দিল নারীর চিহ্ণ।
অনেক পথ পেরিয়ে আজ আমি
ক্যালিফোর্ণিয়ায়.....
রোজ কোনো না কোনো উন্মত্ত পুরুষ আমার
সব খোঁজে,
টাকা ওড়াই,চলে শ্যাম্পেন....
শরীর আছে বলেই
আর মাকে রান্না করা টাকায়-
চালাতে হয়না সংসার,
থাকতে হয়না উপবাসী......
প্রতিবেশী কাকু আজ হয়ত
বেঁচে নেই,
কিন্তু তার কথা আজ খুব
মনে পড়ে,রাগ হয় না -
কাকুর উপর
সত্যিই -আমার হয়েছে.......

কোলকাতা তোমাকে


সৌমেন শেখর 

ভেজা ভেজা গন্ধের চোরা স্রোত নিয়ে
তুমি কোলকাতা ।
তখন ঠিক যেন বিকেলের নরম উষ্ণ ইতিহাস ।
বৃষ্টি ভেজা ঠাণ্ডা বাতাস এসে
ছুঁয়ে যাচ্ছিল আমার অনুভূতির শিকড় গভীরে ।
জানালার বাইরে মুখ বাড়িয়ে –
এক নতুন সভ্যতা আবিষ্কারের নেশায় –
কখন ভুলেই গেছি তোমাকে ।
তোমার নরম সবুজ উপত্যকায়
কথা ছিল,
স্বপ্ন চারনে তোমাকে ছোঁয়ার ।
কোনও এক কুয়াশামাখা আবছা ভোরে ।
তুমি ভালো থেকো ।

অর্ধ নগ্ন চাঁদ

মৃণাল কোটাল 
রাতের শহর 
পাল্টে নেবে আবরণ ।
বাম আঙ্গুলের নখে
ভুয়ো নেল্পালিস।
মাঝ রাস্তায় 
ছিড়ে যাচ্ছে হাতের শিরা ।
অর্ধ নগ্ন চাঁদ 
তখনও রূপ সজ্জায় ।

রানা বসু-র কবিতা

রানা বসু
পিঠে পিঠে ঘুরে আসুক ষড়যন্ত্র
আমাদের চালা উঠোন
বইয়ের তাক কাঠবেড়া চালুনি
ঘরভর্তি সংসার ব্যাঙ্গমা ব্যাঙ্গমি
আসনমাপা চাপা কন্ঠস্বর
তুলো ভর্তি বালিশের মাথাব্যথা
চরম ব্যস্ত ইতিহাস আর ভূগোলের চুলোচুলি

এসো আরও একবার খালি পায়ে হাঁটি
পায়ে ফুটুক শালকাঁটা
আমাদের হাত ভর্তি নালা ভর্তি
চাবুক পড়ুক ঐ ব্যাকরণে।

শোনানো যাক চাপ রক্তের অ্যক্সিডেন্ট
মোড় মাথা খেয়ে যাক পোকা আর
পেঁপে গাছ থেকে নেমে আসুক
ঝাঁক ঝাঁক গলি

আমাদের ডানা ছেঁটে ভরা হোক
চাবিকাঠি দিয়ে উঠে যাক
জামা প্যান্ট ঠেসে যাক
আরশোলা আর চিচিঙের রস

পাশ দিয়ে উঠে যাক দোতলা সিঁড়ি
আমরা নীচের তলায় কাঠ ধরি
পুড়ে যাক ছাদ আর মেঝের সমস্ত শ্রম।
সিলিং পোড়া গন্ধে আমরা
সেরে ফেলি হিসেব নিকেশ।
চলো আরও নুড়ি আনি
ছুঁড়ে মারি
কোথাও যেন ফাঁক না থাকে।।

চাঁদ

রাজেশ চন্দ্র দেবনাথ 


কথাগুলো হত্যা হলে 
সুচারু চাঁদ বিশ্রাম নেয়
বিবস্ত্র জলাশয়ে ।

শরীরী পোশাক

মৃণাল কোটাল
আলো ঝলমল মৌনমুখর শহর,লেম্প পোস্ট ফাঁকা বাইপাস।
হটাতেই গুমোট আকাশ ,মণেহয় অশণী সঙ্কেত।
নিরুত্তর তাকানো,আনমনে অভিসন্ধি আঁকা মেঘের দিকে।
কোথাও তারারা ম্লান হেসে,কোথাও বা গাম্ভীর।
আস্তে আস্তে  বাতাস হয়,খোলা জানালায়।
বড় বড় গাড়ীর কান ঝালা পালা করা হর্ণ।
দুরের ফূটপাতে কান্না ম্লান হয়ে যায়।
রাত আরও গভীর হয়ে আসে,চার দেওয়ালের মাঝে।
পাল্টায় মন, পাল্টায় শরীর খেলায়,
কোথাও কোন স্ট্রীট লাইটের,নিচে  ক্ষুধার্ত মেয়েটি অনাহারে।
হটাতেই কেউ বলে, খাবার আছে চল,৭ তালার,১৩ নম্বর রুমে।
রাত বাড়ে নিশাচর কুকুর গুলো,
সমাজকে খোবলে খোবলে  খাওয়ার, করে অঙ্গীকার।
অসহায় দুটি চোখ, ছট,পট করে মুক্তির আবেশে।
মধ্য রাত শুনশান,হাঁটা পথে মেয়েটি……।
রাতের আকাশে তারা নেই,দিশাহিন জ্বলে রাতে দুটি চোখ।
পাল্টায় সমা্জ,পাল্টায় মন, পাল্টায় রাতের শরীরী পোশাক।
দিনের আলোতে কাঁচ তুলে বলে ্‌্‌, এটা কী পাগলী,…???