Sunday 1 February 2015

এসো

সৌতিক হাতী  

প্রকল্পিত নইরাশ্য রাখো কাসাই চরে/
বোরখা ঢাকা কলাগাছ উত্তল হও। খোলস ত্যাগের প্রাকমুহুরতে হিসেব কসতে নেই/
বরং হ্যালোজেন প্রেমে মোছ আরব অন্ধকার। নিকশ আন্ধারে ঠিক কটা সিঁড়ি উঠেছিলে?/
কটা মুখ জেগেছিল ক্লিভেজ সীমান্তে? হয়ত আন্ধার নয় ফ্লুরোসেন্ট রাতে রংগিন গেলাসে..
চুপকথা থাক। গোধুলির রং মাখো কাসাই তীরে/
রুপকথা লিখি চলো মাদল শব্দে।

2 comments: