Sunday 1 February 2015

i সোসাইটি (অনলাইন মাসিক) :: দ্বিতীয় সংস্করণ

i সোসাইটি (অনলাইন মাসিক) :: দ্বিতীয় সংস্করণ

আমার ল্যাপটপটি দুষ্টুমি করে অন হচ্ছিল না । বেশ চিন্তিত ছিলাম  i সোসাইটি (অনলাইন মাসিক) :: দ্বিতীয় সংস্করণ যথা সময়ে প্রকাশ করতে পারবো কিনা ! সংশয়ে ছিলাম । কয়েকজনের কাছে দুঃখ প্রকাশ-ও করলাম । কিন্তু লিটল ম্যাগাজিন মেলা থেকে ফিরে ল্যাপটপটি খোলার চেষ্টা করতেই সে স্বাভাবিক হয়ে গেল ! অবাক হলাম । যথারীতি প্রকাশিত হল i সোসাইটি (অনলাইন মাসিক) :: দ্বিতীয় সংস্করণ ।
কবিতা পড়ুন । মতামত জানান । অপেক্ষায় থাকলাম ।
সৌমিত্র রায়
১/২/২০১৫

সুতো

সুবীর সরকার

মৃত্যু ব্যথিত করে
হিজলগাছের ছায়ায় ঘুম
             ভাঙে
সুতো জড়িয়ে যায়
মাছের কাটার দিকে পায়ে

             পায়ে

একটা মিথ্যে কবিতা

দেবাশিস মুখোপাধ্যায়

ফুলের ক্ষেত পিছনে ফেলে
হারিয়ে যায় কংক্রিট রাস্তায় কবিতা
বহুতলের খোপগুলিতে
মাঝেমধ্যে কৃত্রিম কথার চালাচালি
নরম স্তনগুলিকে কঠিন করেছে
ক্রমশ আপশোস লালন করে
আবার কাটাকুটি ভুলে ঢুকে পড়ি

সূত্র


রাজেশ চন্দ্র দেবনাথ

গভীর অনুভূতি লেগে আছে

এইতো মাথার উপর বাল্মিকির সুত্র
মেদ জমে একাকার
পাখির ডানা ।

ঠোঁটের নীল দ্বীপে
কুচি কুচি ভালোবাসার কক্ষপথ ।

এসো

সৌতিক হাতী  

প্রকল্পিত নইরাশ্য রাখো কাসাই চরে/
বোরখা ঢাকা কলাগাছ উত্তল হও। খোলস ত্যাগের প্রাকমুহুরতে হিসেব কসতে নেই/
বরং হ্যালোজেন প্রেমে মোছ আরব অন্ধকার। নিকশ আন্ধারে ঠিক কটা সিঁড়ি উঠেছিলে?/
কটা মুখ জেগেছিল ক্লিভেজ সীমান্তে? হয়ত আন্ধার নয় ফ্লুরোসেন্ট রাতে রংগিন গেলাসে..
চুপকথা থাক। গোধুলির রং মাখো কাসাই তীরে/
রুপকথা লিখি চলো মাদল শব্দে।