সৌমেন শেখর
ভেজা ভেজা গন্ধের চোরা স্রোত নিয়ে
তুমি কোলকাতা ।
তখন ঠিক যেন বিকেলের নরম উষ্ণ ইতিহাস ।
বৃষ্টি ভেজা ঠাণ্ডা বাতাস এসে
ছুঁয়ে যাচ্ছিল আমার অনুভূতির শিকড় গভীরে ।
জানালার বাইরে মুখ বাড়িয়ে –
এক নতুন সভ্যতা আবিষ্কারের নেশায় –
কখন ভুলেই গেছি তোমাকে ।
তোমার নরম সবুজ উপত্যকায়
কথা ছিল,
স্বপ্ন চারনে তোমাকে ছোঁয়ার ।
কোনও এক কুয়াশামাখা আবছা ভোরে ।
তুমি ভালো থেকো ।
No comments:
Post a Comment