Thursday, 1 January 2015

শরীরী পোশাক

মৃণাল কোটাল
আলো ঝলমল মৌনমুখর শহর,লেম্প পোস্ট ফাঁকা বাইপাস।
হটাতেই গুমোট আকাশ ,মণেহয় অশণী সঙ্কেত।
নিরুত্তর তাকানো,আনমনে অভিসন্ধি আঁকা মেঘের দিকে।
কোথাও তারারা ম্লান হেসে,কোথাও বা গাম্ভীর।
আস্তে আস্তে  বাতাস হয়,খোলা জানালায়।
বড় বড় গাড়ীর কান ঝালা পালা করা হর্ণ।
দুরের ফূটপাতে কান্না ম্লান হয়ে যায়।
রাত আরও গভীর হয়ে আসে,চার দেওয়ালের মাঝে।
পাল্টায় মন, পাল্টায় শরীর খেলায়,
কোথাও কোন স্ট্রীট লাইটের,নিচে  ক্ষুধার্ত মেয়েটি অনাহারে।
হটাতেই কেউ বলে, খাবার আছে চল,৭ তালার,১৩ নম্বর রুমে।
রাত বাড়ে নিশাচর কুকুর গুলো,
সমাজকে খোবলে খোবলে  খাওয়ার, করে অঙ্গীকার।
অসহায় দুটি চোখ, ছট,পট করে মুক্তির আবেশে।
মধ্য রাত শুনশান,হাঁটা পথে মেয়েটি……।
রাতের আকাশে তারা নেই,দিশাহিন জ্বলে রাতে দুটি চোখ।
পাল্টায় সমা্জ,পাল্টায় মন, পাল্টায় রাতের শরীরী পোশাক।
দিনের আলোতে কাঁচ তুলে বলে ্‌্‌, এটা কী পাগলী,…???

No comments:

Post a Comment