Sunday, 1 February 2015

একটা মিথ্যে কবিতা

দেবাশিস মুখোপাধ্যায়

ফুলের ক্ষেত পিছনে ফেলে
হারিয়ে যায় কংক্রিট রাস্তায় কবিতা
বহুতলের খোপগুলিতে
মাঝেমধ্যে কৃত্রিম কথার চালাচালি
নরম স্তনগুলিকে কঠিন করেছে
ক্রমশ আপশোস লালন করে
আবার কাটাকুটি ভুলে ঢুকে পড়ি

No comments:

Post a Comment