দেবাশিস মুখোপাধ্যায়
ফুলের ক্ষেত পিছনে ফেলে
হারিয়ে যায় কংক্রিট রাস্তায় কবিতা
বহুতলের খোপগুলিতে
মাঝেমধ্যে কৃত্রিম কথার চালাচালি
নরম স্তনগুলিকে কঠিন করেছে
ক্রমশ আপশোস লালন করে
আবার কাটাকুটি ভুলে ঢুকে পড়ি
ফুলের ক্ষেত পিছনে ফেলে
হারিয়ে যায় কংক্রিট রাস্তায় কবিতা
বহুতলের খোপগুলিতে
মাঝেমধ্যে কৃত্রিম কথার চালাচালি
নরম স্তনগুলিকে কঠিন করেছে
ক্রমশ আপশোস লালন করে
আবার কাটাকুটি ভুলে ঢুকে পড়ি
No comments:
Post a Comment